আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি।
ইরান-তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
নয়নের বান দিয়ে গো যৌবনের দোল দিয়ে গো
নূপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি
জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি।
সবার চোখে রং লাগিয়ে। সবার মনে ঢেউ জাগিয়ে।
নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি
জানি গো জানি সবার মনকে নিয়ে চলেছি।
কথা : আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, কণ্ঠ: ফেরদৌসী রহমান,
অভিনয় : শবনম, চিত্রপরিচালক : মুস্তাফিজ
মুভি : হারানো দিন (৪ আগস্ট ১৯৬১)
পূর্ববর্তী:
« আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও
« আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও
পরবর্তী:
আমি শুধু ভাঙি জানিনা তো গড়িতে »
আমি শুধু ভাঙি জানিনা তো গড়িতে »
Leave a Reply