দ্যাওয়ায় করসে মেঘমেঘালি তোলাইল পুবাল বাও
ধীরে ক্যানে বাওয়ায় তরি হে
ও দ্যাওয়া তোলাইল পুবাল বাও
ধীরে ক্যানে বাওয়ায় তরি হে।
হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা আড়িয়া মেঘার নাতি
ঝটাৎ আইসে দ্যাওয়ার ঝড়ি হে ও দ্যাওয়া তোলাইল পুবাল বাও
ধীরে ক্যানে বাওয়ায় তরি হে ॥
হাঙর-কুমির বন্ধু আমার নদীক কীসের ভয়
সান্তারিয়া দরিয়া হব পার ও কন্যা নদীক কীসের ভয়
সান্তারিয়া দরিয়া হব পার
কালা শাড়ি পেন্দনে চান তোর ভোগধান সুবাস গাও
শোনেক শোনেক সোনার কন্যা হে ও কন্যা নাওয়ে দিছেন পাও
এখন তুমি কীসের বা ভয় পাও।।
তুমি তো সুজন ওরে নাইয়া আমার কথা শোনো
শিমুল কাঠের নৌকা তোমার হে ও নৌকা ডোবে জলের ভারে
শিমুল কাঠের নৌকা তোমার হে।
শিমুলও নয়, সেগুনও নয়, মনপবনের নাও
সাত সমুদ্র পাড়ি দেব হে ও কন্যা যদি সাথে রও
ভয় করি না তিস্তা নদীর ঝড়।
গগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ
কালায় কালায় কালা হইলো হে ও কন্যা আমার ভাটির নাও
ধীরে চলো সোনার নৌকা হে ॥
শোনেক শোনেক ভাটির নাইয়া বলি তোমার আগে
তুমি আমার সোনার বন্ধু হে ও বন্ধু কালায় কালাক দেখি
তুমি আমার প্রাণের কালা হে।
ভাটির নাও মোর ভাটি চলো নাওয়ে সোনার ধন
ধীরে চলো তীরে চলো হে ও নৌকা তীরে আমার ঘর
ধীরে চলো সোনার নৌকা হে ॥
সংগ্রাহক : আবদুল করিম, সুর : আব্বাসউদ্দিন, কণ্ঠ : ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী,
অভিনয় : সুমিতা দেবী, শহীদ; চিত্রপরিচালক : ফতেহ লোহানী
মুভি : আসিয়া (৪ নভেম্বর ১৯৬০)
Leave a Reply