ফুলের হাওয়া লাগে বনে ঐ
দোলা দিল মনে মনে
রঙিন পলাশ রং ছড়াল হায়
আমার আঁখির কোণে ॥
মৌমাছিরা গুনগুনিয়ে সুর যে ছড়াল
বুঝি না কে মায়ার কাজল আমায়
পরাল মন যে আমার হারিয়ে গেল হারিয়ে গেল ॥
‘বউ কথা কও’ ডাকছে পাখি, বউ যে কথা বলবে
মন হারানো এই লগনে আপনাকে যে ভুলবে।
ঐ যে আকাশ মেঘের পাখায় স্বপ্ন এঁকেছে
হারিয়ে যাওয়ার গানে গানে আমায় ডেকেছে
মন যে আমার হারিয়ে গেল হারিয়ে গেল ॥
কথা : আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান,
কণ্ঠ : ফরিদা ইয়াসমীন, অভিনয় : চিত্রা সিনহা, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০)
Leave a Reply