এই রাত বলে, ওগো তুমি আমার
ঐ চাঁদ বলে, ওগো তুমি আমার ॥
ঝিলিমিলি জোছনায় ভেসে চলি অজানায়
চেনা আর অচেনায় মনে মনে দুজনায়
জানি না কী মায়ায় টানে আজ ॥
আকাশের নীলিমায়
সুরে সুরে ভরে যায়।
সেই কথা গানে গানে কত আশা সাধ আনে
ঐ চাঁদ বুঝি জানে বাতাসের কানে কানে
বুঝি না কী ডোরে টানে আজ ॥
কথা : আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান,
কণ্ঠ : ফেরদৌসী রহমান, অভিনয় : চিত্রা সিনহা, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০)
Leave a Reply