এই সুন্দর পৃথিবীতে
আমি এসেছিনু কিছু নিতে ॥
সবকিছু আজ মনে হয় কল্পনা
জলের রেখায় এঁকে যাওয়া আলপনা
ফাগুন ফুরায় শ্রাবণ ঝরার গীতে ॥
বুঝি না কেন যে এখনো স্বপ্ন আঁকি
এই আলো-হাসি কেন মনে হয় ফাঁকি।
দিন গুনে যাই দেখি কতটুকু পাব
আজ ভাবি বুঝি সবই তাই হারাব
হয়তো আমায় আরও কিছু হবে দিতে ॥
কথা : আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান,
কণ্ঠ : ফেরদৌসী রহমান, অভিনয় : চিত্রা সিনহা, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০)
Leave a Reply