আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে
তুমি নতুন করে বাঁধবে বীণা নতুন আলাপনে ॥
আমার বীণা তোমার প্রাণে
বাজত যেথায় যেই বিজনে
নতুন পথিক আসবে সেথায় নতুন আবাহনে ॥
আমায় তুমি ভুলবে জানি ভুলবে আমার কথা
আমার হয়ে অভিমানে কাঁদবে বনলতা।
স্বপনভরা ঘুমের ঘোরে
খুঁজবে কি গো তুমি মোরে?
ঝরবে নাকি নয়ন তব গোপন বেদনাতে ॥
কথা : সাঈদ সিদ্দিকী, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান,
কণ্ঠ : তালাত মাহমুদ, অভিনয় : রহমান, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০)
Leave a Reply