নয়নে লাগল যে রং
আহা তা কেউ জানে না
পরানে জাগল, জাগল যে গান
আহা তা কেউ জানে না ৷৷
গুন গুন গুন মনে মনে গেয়ে যাই
আমি প্রজাপতির পাখায় পাখায় উড়ে যাই
একলা পথে একা যে আর চলতে হবে না ৷৷
অচেনাকে আপন করে বাসব আমি ভালো
সেই তো আমার পাগল করা সূর্য ফোঁটায় আলো।
প্রাঙ্গণে মোর মেঘের ছায়া কেটে যায়
আজ সপ্তরঙে রামধনু কে এঁকে যায়
উজাড় করে দিলাম যারে সে তো জানে না ॥
কথা-সুর : খান আতাউর রহমান, কণ্ঠ : মাহবুবা রহমান,
অভিনয় : সুমিতা দেবী, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : এ দেশ তোমার আমার (২৫ ডিসেম্বর ১৯৫৯)
Leave a Reply