ওগো মায়াবী রাতের একা চাঁদ
আমি আজ তোমারই মতন
মনের মাধুরী দিয়ে পেতে চাই মন ৷৷
জানিনি তো কোনো দিন
ব্যথার কাজল মুছে আঁখিজল
ভালো লাগা রং দিয়ে সাজায় নয়ন
ওগো সাজায় নয়ন ॥
যদি তাই ভুল বুঝে কোনো অপরাধ
করে থাকি, ক্ষমা কোরো সুন্দর চাঁদ।
আমি যে চেয়েছি কারও ঘুম ভাঙাতে
এমন রাতে ওগো এমন রাতে
ভুল করে ভেঙেছি যে মধুর স্বপন
ওগো মধুর স্বপন।।
কথা : আবু হেনা মোস্তফা কামাল, সুর : সমর দাস, কণ্ঠ : লায়লা আর্জুমান্দ বানু,
অভিনয় : সুলতানা জামান, চিত্রপরিচালক : মহীউদ্দিন
মুভি : মাটির পাহাড় (২৮ আগস্ট ১৯৫৯)
Leave a Reply