সে বিনে আর জানে না, জানে না এ মন
যে আমার আপন হতেও আপনজন।।
সেই একজনারেই মন সঁপেছি
বল স্বজন কি আর হয় দু’জন?
সে আছে আমার পরাণে, তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে
ফুল ফুটেছে ভাবের বাগানে
আর দিবানিশি নিরিবিলি কতই ভাবে আলাপন।।
তারে মন দিয়েছি বলে
আমার হৃদ কমলে অরূপ মধু প্রেমের মধু নিতুই উথলে
তাই আকাশ মধুর বাতাস মধুর, মধুর, মধুর এই জীবন।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র
মুভি- কমললতা
পূর্ববর্তী:
« সে আমার ছোট বোন
« সে আমার ছোট বোন
পরবর্তী:
সে যেন আমার পাশে আজো বসে আছে »
সে যেন আমার পাশে আজো বসে আছে »
Nirban
VAI AMAI AKTA BACKLINK DIBEN PLEASE.Jodi paren r ki.
sanjoy acharjya
এই গানের গীতিকার প্রণব রায়।