(জপ গোপাল গোবিন্দ মুকুন্দ রে
আহা! আনন্দ আনন্দ আনন্দ রে
জপ গোপাল গোবিন্দ মুকুন্দ রে
আহা! আনন্দ আনন্দ আনন্দ রে)
নয়ন মোহন শ্যাম নয়ন ছাড়িয়া মোর
এস বঁধু থাকো এ পরাণে।
শ্যাম সুধা রসে মোর, জর জর অন্তর
কানু ছাড়া আন নাহি জানে,
ব্রজবল্লভ গোপীবল্লভ
রাধাবল্লভ বিনে আর নাহি জানে।।
বঁধু গো তুমি অকলঙ্ক শশী হে আমার
আমার কপালে বিধি, মিলায়েছে গুণনিধি
এমন বধূয়া আছে কার?
তুয়া অনুরাগে পিয়া, সকলি সমর্পিয়া
ও চরণ করিনু যে সার,
আমি সার করেছি
ওই লাজ কুল মান ভাসায়ে দিয়ে
ও রাঙা চরণ সার করেছি
ও চরণ করিনু যে সার।
আহা তুমি ছাড়া আর সুখ নাই
(বধূ) তুমি যদি দাও সুধা ভেবে আমি হাসিয়া গরল খাই।
আমায় মালা করে গলে নাইবা রাখিলে রাখো শ্রীচরণতলে,
আমায় ছেড়োনা হে নাথ ভাসায়ে দিওনা ভব জলধির জলে।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়
মুভি- কমললতা
পূর্ববর্তী:
« নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
« নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
পরবর্তী:
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব »
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব »
sanjoy acharjya
এই গানের গীতিকার প্রণব রায়।