মানুষের মনে ভোর হোলো আজ অরুণ গগনতল
আলোকের শিশু ছুটে এসে বলে আলোক তীর্থে চল।।
ঐ নতুন যুগের সূর্য তোর নয়নে নয়নে জ্বালা
বাজে পরানে আশার সূর্য আর কন্ঠে বিজয়মালা,
চিরযৌবন জাগেরে, জাগে চিরচঞ্চল।।
মোরা স্বপ্ন দেখি যে আজ ঐ সুন্দর হল ধরা
(আর) মানুষের প্রেমে আজ মানুষের বুক ভরা।
ওরে সবার লাগিয়া প্রাণরে আর সবার লাগিয়া গান
তাই জীবনের ভালোবাসিয়া মোরা জীবন করিব দান
মোরা দুখের কাঁটা ভোলায়ে ফোটাব কমল দল।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়
মুভি- সমাপিকা
পূর্ববর্তী:
« মানুষ মানুষের জন্য
« মানুষ মানুষের জন্য
পরবর্তী:
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি »
মালতী ভ্রমরে করে ঐ কানাকানি »
Leave a Reply