আমারে লয়ে কি খেলা খেলিছ, প্রতিটি পিয়াসী ক্ষণ
হে গোপন তুমি মোর অশ্রু জলের ধন।।
আজিকে শ্রাবণ কাঁদে গহন রিক্ত রাতে
সুরের অতীত কোন সুরে বাজে, তোমার বীণার আলাপন।।
জানি তবু প্রেম অসীম ক্ষমায় আমারে ক্ষমে
চিত্ত আমার তোমারে যে প্রণমে
বাঁধিয়া অলখ ভোরে, কেন কেন রাখ দুরে মোরে
কেন তোমায় প্রাণের বিরহেরে জাগাও আমার প্রাণের আলোড়ন।।
গীতিকার- শৈলেন রায়
সুরকার- রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেন- সন্ধ্যা মুখোপাধ্যায়
মুভি- সমাপিকা
পূর্ববর্তী:
« আমারে চোখ ইশারায় ডাক দিলে কেন ও দরদী
« আমারে চোখ ইশারায় ডাক দিলে কেন ও দরদী
পরবর্তী:
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি »
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি »
Leave a Reply