তুফান মেল! তুফান মেল যায় !
তেপান্তরের মাঠ পেরিয়ে ময়নামতীর মাঠ এড়িয়ে
কাশের বনে ঢেউ খেলিয়ে বংশীবটের ছায়, যায় যায় যায় !
কার ফুলে যে হারায় মধু কার ঘরে যে এল বধূ
কান্নাহাসির ইন্দ্রধনুর রং লাগাতে চায়, যায় যায় যায় !
অজগরের সেই তো মাসি চমক দিয়ে বাজায় বাঁশি
সবুজ সোনা রঙের বুকে ঝলকানি লাগায়, যায় যায় যায় !
কথা- শৈলেন রায়
সুর- কমল দাশগুপ্ত
শিল্পী- কানন দেবী
ছবি – শেষ উত্তর
পূর্ববর্তী:
« তুই যে আমার মিলনমালা
« তুই যে আমার মিলনমালা
পরবর্তী:
তুমি আমার এমনি একজন »
তুমি আমার এমনি একজন »
Leave a Reply