রাতের মযূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায়—
তুমি কোথায়, তুমি কোথায় ?
আমার এ গান স্বপনে ভাসিয়া যায় ||
তারার আঁখির কোলে স্বপনে শিশির দোলে
চামেলি যে হায় চাঁদের পরশ চায় ||
আমার এ গান জড়ানো পাখির প্রলাপে,
এ সুর যেন গো রাঙানো প্রাণের গোলাপে ;
যেন এ মলয়া দেশে চলে পাখির পালকে ভেসে
যেন আঁখিপল্লব নেমে আসে ধীরে আঁখিপল্লব ছায় ||
কথা-শৈলেন রায়
সুর – হিমাংশু দত্ত
শিল্পী- শৈল দেবী
ছবি – পরশমণি
পূর্ববর্তী:
« রাত কেন তন্দ্রা হারা
« রাত কেন তন্দ্রা হারা
পরবর্তী:
রিনিক ঝিনিক ছন্দে »
রিনিক ঝিনিক ছন্দে »
Leave a Reply