উজ্জ্বল এক ঝাঁক পায়রা
সূর্যের উজ্জ্বল রৌদ্রে,
চঞ্চল পাখনায় উড়ছে ।
নিঃসীম ঘননীল অম্বর
গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে ।
হে কাল, হে গম্ভীর,
অশান্ত সৃষ্টির
প্রশান্ত মন্থর অবকাশ,
হে উদাসীন বারোমাস!
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই, কেউ নেই,
শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ
এক ঝাঁক উজ্জ্বল পায়রা ।
দুপুরের রৌদ্রের নিঃঝুম শান্তি
নীল কপোতাক্ষীর কান্তি
এক ফালি নাগরিক আকাশে
কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে—
চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে
জীবন্ত উল্লাসে উড়ছে
পাঁচরঙা এক ঝাঁক পায়রা ।
একফালি আকাশের কোল-ঘেঁষা কার্নিশ
রংচটা গম্বুজ, দিগন্তে চিমনি,
সোনার প্রহর কাঁপে চঞ্চল পাখনায়
ছোট্ট কালের ঘোরে প্রাণ তবু তন্ময়
লীলায়িত বিস্ময় ।
সৃষ্টির সাক্ষর এক ঝাঁক পায়রা ।
রূপালী পাখায় কাঁপে ত্রিকালের ছন্দ
দুপুরের ঝলমলে রোদ্দুর,
হে কপোত, পারাবত, পায়রা,
যে-দিকে দু-চোখ যায় দেখা যায় যদ্দুর
রূপালী পাখায় আঁকা শূণ্য ।
আকাশী-ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ
কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি
তুমি নেই, আমি নেই, কেউ নেই,
দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা ।
কথা – বিমল চন্দ্র ঘোষ
সুর – সলিল চৌধুরী
কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়
Leave a Reply