শোনো বন্ধু শোনো
প্রাণহীন এই শহরের ইতি কথা
ইঁটের পাঁজরে লোহার খাঁচায়
দারুণ মর্মব্যথা
এখানে আকাশ নেই
এখানে বাতাস নেই
এখানে অন্ধ গলির নরকে
মুক্তির আকুলতা
জীবনের ফুল মুকুলেই ঝরে
সুকঠিন ফুটপাথে
অতি সঞ্চয়ী ক্রুর দানবের
উদ্ধত পদাঘাতে
এখানে শান্তি নেই
এখানে স্বস্তি নেই
প্রাসাদ নগরে জ্ঞানবিলাসের
নিদারুণ রসিকতা
কথা – বিমল চন্দ্র ঘোষ,
সুর ও কণ্ঠ – হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি – শাপমোচন
Leave a Reply