আমি ভিন গেরামের নাইয়া
বাণিজ্যেরই লাইগ্যা ফিরি সোনার তরী বাইয়া ৷৷
গাঁয়ের বধূ আউলা চুলে
আসে যখন গাঙের কূলে
আমার ঘরের কথা মনে পড়ে থাকি শুধু চাইয়া ॥
পঙ্খি যদি হইতাম আমি উইড়া যাইতাম ঘরে
হায় রে, উইড়া যাইতাম ঘরে
একলা ঘরে যেথায় বধূ কাইন্দা কাইন্দা মরে।
আমার গাঁয়ের নদীর ঘাটে–বন্ধু রে…
মোর লাগি তার দিন যে কাটে
কখন আমি দেখা দিব সেই ঘাটেতে যাইয়া ॥
কথা : সারথী (প্রকৃত নাম আবদুল গফুর), সুর : সমর দাস, কণ্ঠ : আবদুল আলীম, অভিনয় : নেপথ্য, চিত্রপরিচালক : আবদুল জব্বার খান
মুভি : মুখ ও মুখোশ (৩ আগস্ট ১৯৫৬)
পূর্ববর্তী:
« আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে
« আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে
পরবর্তী:
আমি যদি ডুইবা মরি »
আমি যদি ডুইবা মরি »
Leave a Reply