মনের বনে দোলা লাগে আসলো দখিন হাওয়া
হারিয়ে যাওয়া দিনগুলি মোর হলো ফিরে পাওয়া ॥
ফুলের সুবাস সাথে নিয়ে
বাতায়নে বলল গিয়ে
স্বপন পারের গান যে রে তোর
হয়নি আজও গাওয়া ॥
বকুল শাখে দোল দিয়ে যায় মলয় পবনে
তাই দেখে আজ কনকচাঁপা হাসে আনমনে ৷
ঝুমকো ফুল লতার কোলে
সমীরণে দোদুল দোলে
যূথিকা আজ খুলল আঁখি
শিশিরজলে নাওয়া ॥
কথা : সারথী (প্রকৃত নাম আবদুল গফুর), সুর : সমর দাস, কণ্ঠ : মাহবুবা রহমান, অভিনয় : পিয়ারী বেগম, চিত্রপরিচালক : আবদুল জব্বার খান
মুভি : মুখ ও মুখোশ (৩ আগস্ট ১৯৫৬)
পূর্ববর্তী:
« মনে হলো যেন এই নিশি লগনে
« মনে হলো যেন এই নিশি লগনে
পরবর্তী:
মনেরও রঙে রাঙাবো »
মনেরও রঙে রাঙাবো »
Leave a Reply