আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে মেশে ভরে দিলে মন তুমি এসে
শেষ না হয় আবেশ মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
মন চায় যারে পায় তারে এ আঁধারে
শোন জীবনে বধূর বেশে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে মেশে ভরে দিলে মন তুমি এসে
কতো যে আলো ভরা সুদূর গগনে
আক এলে কাছে ওগো এ শুভ লগনে
সুর যে জাগে অনুরাগে দোলা লাগে
যায় দূরে মোর এ মন ভেসে
ময়ূরপঙ্খীতে যে দূর দেশে
মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
আঁখি আঁখি পাতে মধুরাতে এক সাথে
ডেকে নাও কাছে তুমি হেসে
মন নাও আরও কাছে এসে
শিল্পী : কিশোর কুমার, লতা মঙ্গেশকর
Balam
Old is gold <3 love for kishore kumar