দূরের তুমি আজ কাছের তুমি হলে,
ফুরালো দিন গোনা মিলন হ’ল বলে।
এই যে দিন গোনা–
আর তো গুণবোনা,
একাকী আনমনা মাধবী আঁখি খোলে।
পলাশ কুমকুমে মধুপ গুঞ্জরে,
পিয়াল মউবনে এ মন মুঞ্জরে—
পাখী তো সারা বেলা বাঁশীতে সুর তোল।
জীবন ভরে দিলে সহসা আজ এসে–
এ আমি অনুরাগে তোমাতে আজ মেশে,
তাই কী দুটি চোখে রঙীন খুশি দোলে।
———–
‘ইন্দ্রানী\’ কথাচিত্রে গান।
শিল্পী : গীতা দত্ত।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply