আঁখি ওতো আঁখি নয়, বাঁকা ছুরিগো,
কে জানে সে কার মন করে চুরি গো।
আপনি পুড়ে পোড়ায় এ প্রাণ।
তারই যে নাম পীরিতি।
ধরা দিয়ে দেয় না ধরা
হায়রে এ তার কি রীতি।
ফুটেই যায় শুকিয়ে
ফাগুনের ফুলের কুঁড়ি গো।।
মালায় বেঁধে যদি ভাবি দেব না আর পালাতে
কাছে পেয়ে মরি যে তার দুজনারই জ্বালাতে।
একটু জ্বলে যায় যে নিভে, ফাগুনের ফুলের কুড়ি গো
কে জানে সে কার মন করে চুড়ি গো।।
————–
‘আশায় বাঁধিনু ঘর’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : ভি. বালসারা।
Leave a Reply