হে মাধব সুন্দর এসো নব অভিসারে।
বিবস রাধার তনু তোমারই বিরহ ভারে।।
অধরে তোমার প্রভু আজ কেন বাঁশী নাই
রাধার অধরে যেন আজ তাই হাসি নাই
শ্যাম সোহাগিনী চির অনুরাগিনী
ভাসে রাধা আঁখি ধারে।।
বিবস ভুজগ বিষে নীল তার তনুমন
কাঁদিয়া তোমায় প্রভু ডাকে রাধা অনুখন
তব পরশনে জুড়াও সকল জ্বলা
কাঁদায়ো না আর প্রভু তারে।
—–
‘পুরীর মন্দির’ কথাচিত্রের গান।
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়।
সুর : কালিপদ সেন।
Leave a Reply