আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
আলোয় কভু দাও না ধরা
আঁধারে মা আস তুমি।
বাহিরে তোমায় দেখে
বজ্ৰপ্ৰাণা সবাই কহে
নামে তুমি মা ভয়ংকরী
প্রাণে স্নেহের গঙ্গা বহে।
অশিবেরে দমন করে মা
জীবের দুঃখ নাশ তুমি।।
এই যে দেহ কে বলে মা
অষ্টধাতু দিয়ে গড়া
এ পরাণে জানি মাগো
তোমার নামের মন্ত্র ভরা।
আনন্দ সায়র মাঝে
হৃদকমলে ভাস তুমি।।
***
‘সাধক কমলাকান্ত’ কথাচিত্রের গান।
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : অনিল বাগচী।
Leave a Reply