কত ফাগুনের মাধুরী জড়ায়ে
এলে ওগো অভিসারিনী।
কে বলে তোমায় পারিনি চিনিতে পারিনি।
তুমি আমারই প্রাণের গভীরে
জাগালে নীরব কবিরে
অলখ বাঁধনে বাঁধতে আমায়
এলে ওগো মনোহারিনী।
কত প্রেরণার স্বপ্নে আমায় ভরেছো
তুমি যে আমায় তোমারই আপন করেছো
তুমি এ কোন আবেশে দুলায়ে
দিলে গো আমায় ভুলায়ে
সুখে দুঃখে তুমি চিরদিনই মোর
অন্তরলোক চারিনী।
————–
‘শহরের ইতিকথা\’ কথাচিত্রের গান।
শিল্পী : শ্যামল মিত্র।।
সুর: রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply