পৃথিবী তোমার সুন্দর মুখ
আর কি পাব না দেখিতে।
চারিধারে মোর শুধু ঘন অন্ধকার
এত বারে তবু পারি না খুলিতে প্রাণের বন্ধ দ্বার।
কেঁদে কেঁদে মোর আঁখিতে রক্ত ঝরে
বুঝি সমবেদনায় ফুলের পাপড়ি
অশ্রু শিশিরে ঝরে,
কেঁদোনা বলি সান্ত্বনা শুধু দেয় সে গন্ধ তার।।
তবু আনেনা তো আলোর ঠিকানা
চায় যেন খুঁজে নিতে।
হায় বিধিলিপি প্রদীপ আমার
ভুলে গেছে আলো দিতে।।
এ আঁধারে আমি নিজের সাথে কথা বলি
ধূপের মত সবটুকু দিয়ে
নিঃশেষ হয়ে জ্বলি
জানিনা তো কবে শেষ হবে এই অসীম দ্বন্দ্বভার।।
———–
‘বিধিলিপি\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : কালিপদ সেন।
Leave a Reply