ক্লান্তির পথ বুঝি বা ফুরাল মোর
বারে বারে শুনি কে যেন আমায় ডাকে।
ধূপছায়া মোর আকাশে বুঝি সে
তারা দীপ জ্বেলে রাখে।।
কত ঝড় কত আঁধার পেরিয়ে এসে
কে জানে হৃদয় কি পেল খোঁজার শেষে
পিনের ছায়া সমুখে আলোর পানে
অবাক নয়নে আজ শুধু চেয়ে থাকে।।
নীড়হারা পাখী এবারে যেন গো ভাবে
শান্তির নীড় এতদিনে খুঁজে পাবে।
এই তো ঠিকানা এইটুকু শুধু বুঝে
ক্লান্ত চরণ সান্ত্বনা পেল খুঁজে।
উৎসব যদি জাগেই জীবনে মোর
হাসিতে গেলেই আঁখি কেন মেঘে ঢাকে।।
—————
‘বিপাশা’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply