ওরে মন
কোন দেশেতে হয় রে এমন,
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে
যম দুয়ারে দেয়বে কটা মন।
ও তার স্নেহময়ী বোন।
আহা দেখে যে চক্ষু জুড়ায়।
এমন স্নেহ এমন প্রীতি কে কবে
কে কবে দেখেছে কোথায়–
দু চোখ আমার ধন্য হল
দেখে ভাই বোনের এ মধুর মিলন।
ধরণী বোনটি যে ঐ–
আকাশ ভাইটির কপালটাতে
সুয্যি চন্দনে দেয় যে গো ফোটা
ভাই কেঁাটার এই পুণ্য প্রাতে
আহা বুকভরা এ ভাইয়ের স্নেহ
ভগ্নী ছাড়া এমন করে
বোঝে না গো আর তো কেহ।
ব্যাকুল পরাণ দিন যে গোনে
আসবে কবে এ শুভ লগন।
———
‘আশায় বাঁধিনু ঘর’ কথাচিত্রের গান।
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : ভি. বালসারা।
Leave a Reply