শুক বলে সারি—
আমার রাধিকা জল নিতে ঘাটে যায়
আহা বাম চোখ তার সমানে নাচিছে
ইতি উতি ফিরে চায়।।
সারি বলে শুক—
কেন তোর রাধা চঞ্চল হল আজি?
তার শ্রবণে যে সুধা
ঢলিছে আমার শ্যামের মুরলী বাজি—
সেই পিরীতির সুধা স্বপ্ন জাগায়।
রাধার নয়ন ছায়।।
শুক বলে সারি—
জানিরে তোর শ্যামের মুরলী বাজে—
মোর রাধার কপাল লাল হয়ে ওঠে
কি জানি সে কোন লাজে।।
ঘট ভরিতে পিছল ঘাটে
না আসে কেউ যদি
তবু চলার পথে যায় যে থেমে নদী
নিভে যাওয়া প্রদীপে মোর নাই থাকে গো আলো
আসেই যদি আধার ঘিরে সেই তো তবু ভালো
আমি ভাগ্য বলেই নেব মেনে
চিরদিনই ব্যথার আলিঙ্গন।
———
‘দুই ভাই’ কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply