আকাশ আমায় ডাক দিয়েছে
নতুন নিমন্ত্রণে—
বাতাস আমায় জড়িয়ে ধরে
প্রাণের আলিঙ্গনে।
ঘর ছেড়ে আজ তাই
আমি বাইরে পেলাম ঠাঁই
আমার মুগ্ধ হৃদয় কণ্ঠ মিলায়
অলির গুঞ্জরণে।
আজ প্রাণের খুশি
গানের খেয়ায় পাল তোলে—
মোর সপ্ত সুরের সপ্তডিঙ্গা।
তাই দোলে।
আমার মুক্তিভরা দিন
আজ তাই যে ভাবনাহীন
রাখাল ছেলে মন কেড়ে নেয়
বাঁশীর সম্ভাষণে।
—————-
‘কঠিন মায়া’ কথাচিত্রের গান।
শিল্পী : দ্বিজেন মুখোপাধ্যায়।
সুর : কালিপদ সেন।
Leave a Reply