এই সাঁঝ-ঝরা লগনে আজ
কে ডাকে আমারে,
আমার পথে আশার প্রদীপ
কে সে জ্বালাতে চায়।
আকাশেরই তারায় তারায়।।
আমার পায়ে লাগবে ধুলো—
তাই ভেবে কি বকুলগুলো,
পথের পাশে এমন করে ঝরে আছে হায়।।
অভিসারের এপথ আমায়
যেথায় নিয়ে যাবে,
অনেক খোঁজার শেষে তোমার
ঠিকানা কি পাবে।
————-
‘পথে হল দেরী’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply