আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে
নির্মম নির্ভীক উদ্দাম উচ্ছল আমরা,
নেইতো পিছিয়ে যাবার ভয় প্রাণে
দুরন্ত দুর্মদ দুর্বার উচ্ছল, আমরা।
দুঃসাহসের নেশা—
এই যে প্রাণে মেশা,
হারিয়ে যেতেই জানি,
বাঁধন নাহি মানি।
দুর্জয় নির্ভয় চঞ্চল আমরা।
অজানারই ডাকে
ঘরে কি মন থাকে?
চলার নেশায় মাতি,
পথ আমাদের সাথী।
সুন্দর শাশ্বত নির্মল আমরা।
———
‘শেষ পর্যন্ত’ কথাচিত্রের গান।
শিল্পী : অমল মুখোপাধ্যায় ও কোরাস।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Gobinda Chandra Sen
Excellent collection. Old is gold. Rare collection.