পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে
আবেশে মন ভরে থাক না,
সোনালী এ দিন যায় রূপালী এ রাত যায়
তারা স্বপ্নে ফুরিয়ে যাক—যাক না।
আজ প্রাণের কথা গানের কথায় রঙ ঝরাক—
ফুলের কানে নিমন্ত্রণের সুর ছড়াক,
ছন্দে সুরে সুবে ঐ ডাকে আমায় দূরে
কোন প্রজাপতির ব্যাকুল দুটি পাখনা।
মোর ভাল লাগাতে এই চমক জাগাতে
কোন ফাগুন এল আজ জানিনা,
তাই কোন বাধা কোন লাজ মানিনা।
আজ কামরাঙ্গা বন অনুরাগে মন রাঙায়—
কোন কামনারই ছোঁয়ায় আমার ঘুম ভাঙায়,
অলির পাখায় উড়ে আর ফুলের পাড়া ঘুরে
এই হৃদয় আমার খুশির পরশ পাক না।
————–
‘ত্রিযামা’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply