এই মায়াবী তিথি—
এই মধুর গীতি,
আর কি পাবো কোনদিন বল না
ওগো একটি রাতের অতিথি।
দূরে দূরে থাকো কেন বল না—
সয়না গো তোমারই এ ছলনা,
বুঝিনা একি রীতি।
চাও কি গো এ ভরা ফাগুনে–
পুড়ে মরি মরমের আগুনে,
কারে দেব এ প্রীতি।
———–
‘সোনার হরিণ\’ কথাচিত্রের গান।
শিল্পী : গীতা দত্ত।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply