আমি শুধু ভাঙি জানিনা তো গড়িতে,
ঝড়ের আঘাতে মোর প্রেম জানে
ফুলের মতন ঝরিতে।
আমি প্রলয়ের বাঁশী–
আমি মেঘের অট্টহাসি,
রাঙা কামনার বহ্নি জ্বালায়–
অন্তর জানি ভরিতে।
জ্বলে পুড়ে যাক মিথ্যা মায়ার মোহ,
শেষ করে দেব এই জীবনের।
যত কিছু সমারোহ।
আমি আলেয়ার হাতছানি–
আমি প্রদীপ নেভাতে জানি,
বিষ ভৃঙ্গারে সুধা শৃঙ্গার
অধরে জানি গো ধরিতে।
——–
‘দেবী মালিনী\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply