পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস,
এ যেন গো সেই মরুতে হারানো
নদীর দীরঘশাস।
এ হাসি শুধু যে কাঁদার–
আলো নয় এতে আঁধার,
মুকুলেই যেন ফুরালো ফুলের
ফুটিবার অভিলাষ।
প্রদীপেরে ভালবেসে প্রজাপতি শুধু জ্বলে,
জানি চিরদিনই প্রেমের এ খেলা চলে।
আকাশের ঝরা তারায়–
যে হাসি নীরবে হারায়,
জানি তারই মাঝে জেগে রয় শুধু
নিয়তির পরিহাস।
————-
‘অসমাপ্ত\’ কথাচিত্রের গান।
শিল্পী : লতা মুঙ্গেশকার।।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply