কান্দো কেনে মন রে,
আঁধার আলোর এই যে খেলা
এই তা জীবন রে।
সূয্যি আছে চান্দা আছে—
কুসুমেতে ভোমরা নাচে,
গ্রীষ্ম আছে ফাগুন আছে
আছেরে শ্রাবণ।
আলতা আছে সিন্দুর আছে
কুসুমেতে ভোমরা নাচে,
ডাগর চোখের কাজলেতে
আছেরে স্বপন।
কান্না আছে আছে হাসি—
বুকে আছে শ্যামের বাঁশী,
চোখের মাঝে আছে ওরে
কাশী বৃন্দাবন।
———–
‘অসমাপ্ত’ কথাচিত্রের গান।
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply