জাদুভরা ঐ বাঁশী বাজালে কেন,
খোঁপাটি দোপাটি ফুলে সাজালে কেন।
ও দুলালী মন ভুলালী—
এক ফালি বাঁকা চাঁদ উঠেছে দেখ
গরবী করবী ঐ ফুটেছে দেখ,
ঝির ঝির হাওয়ায় আনময়ে
ঝাউয়ের ঝালর ঐ দোলে,
রিনিকি ঝিনিকি বাজে লাজুক কাঁকন
চরণে নূপুর সুর তোলে।
ঝিলিমিলি তারাজ্বলা এ রাতে শুনি
কে যেন কহিছে পিউ কাহা,
রয়েছি কাছে শবু দেখনি যেন।
কত ঢং জানো তুমি অহা।
———–
‘সাথীহারা\’ কথাচিত্রের গান।
শিল্পী : গীতা দত্ত ও হেমন্ত মুখোপাধ্যায়।।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
Leave a Reply