আমার জীবনে নেই আলো
আছে আলেয়ার হাতছানি,
বলিতে পারি না মুখে কিছু–
আমারে বোঝনা তাও জানি।
ঝরে যাওয়া মালা শুধু জানে গো–
কি যে ব্যথা বাজে এই প্রাণে গো,
যে প্রদীপ নিভে যায় আঁধারে
সে যে আমার ভাগ্য নেয় মানি।
সমুখের পথে তুমি চলিতে
যে ছায়াটি পিছনেতে রেখে যাও,
তারই মাঝে মিশে আমি থাকি গো
তাই আমারে দেখিতে তুমি নাহি পাও।
যে স্রোত নদীতে ঐ বহে যায়—
তার দুটি তীরে দুটি কুল আছে হায়,
সেই স্রোত কার মন রাখে গো
তীরে দুটি কুল নিতে চায় টানি।
———-
“সূর্যতোরণ’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply