সরমে জড়ানো আঁখি
মুখপানে মেলে রাখি,
বল কিছু আমি শুনি—
আবেশে হৃদয় পাবার মোহে
স্বপ্নের জাল বুনি।
যায় যদি যায় রাত যাক না–
তবু হাতের পরশ হাতে থাক না,
শোনাব তোনায় আমার গানে
স্বপনের ফাল্গুনি।
তুমি শোনাবে আমি শুনব—
তুমি দোলাবে\’আমি দুলব,
তোমার হাসি তোমার ছোঁয়ায়
চিরদিনেই ভুলব।
মুখপানে চেয়ে তুমি হাসলে—
মনে হয় বুঝি ভালবাসলে,
নীরবে না হয় দুজনে মিলে
আকাশের তারা গুনি।
——–
‘শিকার’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply