না জানি কোন ছন্দে
একি দোলা জাগে,
আজ আমার এত কেন ভাল লাগে।
ঝির ঝির ঝির হাওয়ার দোলা
বনফুলের কুঞ্জে,
গুন গুন সারাবেলা মৌমাছি ঐ গুঞ্জে
মনে হয় এ লগন আসেনি তো আগে।
ওরে ও পলাশ পারুল তোরা শোন,
হায় হারিয়ে গছে আমার মন,
আকাশে বাতাসে তাই একি দোলা লাগে।
রিম্ ঝিম্ ঝিম্ নেশা লাগে
মহুল ফুলের গন্ধে,
দোল দোল দোল কার নূপুরের
সুর বাজে ছন্দে–
এ জীবন ভরে ওঠে তাই অনুরাগে।
————-
‘শিকার’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply