আমি আর যে পারিনা সহিতে,
সীমাহীন পথে ক্লান্তি আমার
কত হবে আর বহিতে।
পথ চেয়ে চেয়ে দীপ নিভে আসে
আমি কাঁদি অরি নিয়তি যে হাসে,
তোনার আলোয় নিলে না তো ডেকে
আঁধারে যে দিলে রহিতে।
আমি এতো যে ডেকেছি
এত যে কেঁদেছি ওগো,
দিলে না তো সাড়া এ হৃদয় তাই
পাষাণে বেঁধেছি ওগো।
শুধু পলে পলে ঝরে গেছে মালা
আমি জানি মোর বুকে কি যে জ্বালা,
ধূপের মতন জ্বেলেছি নিজেরে।
পলে পলে শুধু দহিতে।
——–
‘সূর্যমুখী’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply