এই বালুকা বেলায় আমি লিখেছিনু
একটি সে নাম,
আজ সাগরের ঢেউ দিয়ে।
তারে যেন মুছিয়া দিলাম।
কেন তবু বারে বার ভুলে যাই—
আজ মোর কিছু নাই,
ভুলের এ বালুচরে যে বাসর বাঁধা হলো–
জানি তার নেই কোন দাম।
এই সাগরেরি কত রূপ দেখেছি,
কখনও শান্তরূপে কখনও অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।
মনে হয় এ তো নয় বালুচর,
আশা তাই বাঁধে ঘর—
দাঁড়ায়ে একেলা শুধু ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম।
আজ সব কিছু দিয়ে আমি জানিনা তো কি-বা নিলাম।
———-
‘শেষপর্যন্ত’ কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply