আমায় কৃপা কর হে দয়াময়
তোমার চরণে প্রভু দিয়ো ঠাঁই
জানি তুমি আছ ক্ষমাসুন্দর
পাপের পঙ্কে যদি ডুবে যাই।।
যে লোহা বঁটিতে কাটে পূজারই ফল,
সে যে ব্যাধের অস্ত্র হয় হিংসারই বল–
পরশমণির কাছে কোনদিনও
তাদের যে কোনও ভেদাভেদ নাই।।
পান করে সকলেই তটিনীর জল,
সে যে নালাতে কভুও কভু নয় নির্মল—
গঙ্গায় মিশে তারা এক হয়ে যায়–
কেন দুটিরে পৃথক করে দেখিতে বা চাই।
——–
‘শিকার’ কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply