মোর ভীরু সে কৃষ্ণকলি
কেন ফুটিয়া বারিতে চায় রে,
কেন কৃষ্ণ অলির গুন শুনে
মরমে মরিতে চায় রে।।
এই সংশয় কেন যায় না—
পেয়ে তবু মন পায় না,
মোর ফাগুনের বো অকারণে কেন
শ্রাবণে ভরিতে চায় রে।
মিলন পিয়াসে সাজায়ে বাসর শয্যা,
বলি বলি করি গোপন কথাটি
বলিতে কেন গো লজ্জা।
কেন এ আঁধার শেষ হয় না–
এই জ্বালা আর সয় না,
জয় করা মালা ভয়ে ভয়ে মন
কণ্ঠে পরিতে চায় রে।
————–
‘চন্দ্রনাথ’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply