যে অতিথি এসেছিল মোর এই দ্বারে
পারিনি তো এত করে ঠাঁই দিতে তারে,
মনের কথাটি মোর হল যেন মেঘে ঢাকা চাঁদ।
যে মালা গেঁথেছি তারে পরাতে,
ফুলগুলি জানি তার হবে ঝরাতে।
কে আমায় বলে দেবে কোন পথে যাবো,
কোথা গেলে এতটুকু সান্ত্বনা পাবো–
সহিতে হবে হে তবু সীমাহীন এই অবসাদ।
———-
‘অগ্নিসংস্কার’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply