পাখী জানে ফুল কেন ফোটে গো
ফুল জালে পাখী কেন গান গায়,
রাত জানে চাঁদ কেন ওঠে গো
চাঁদ জানে রাত কার পানে চায়। সু
র আসে তাই বুঝি বাঁশীতে—
মন চায় সেই সুরে হাসিতে,
নদী চায় সাগরে যে মিশিতে
সাগর নদীরে তাই কাছে পায়।
কেন তবে ওঠে ঝড় হায় হায় গো,
খেলাঘর কেন ভেঙে যায় যায় গো।
সীমার বাধনে আমারে বাঁধিতে চাও–
যত খেলা মোর নীরবে সাধিতে দাও,
ধুলির যা আছে ধুলিতেই থাক পড়ে
ঝরা মাল মোর রেখে গেনু তব পায়।
———
‘সাগরিকা\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
Leave a Reply