মালতী ভ্রমরে করে ঐ কানাকানি,
সেই সুরে মনে হয়
তোমারেই জানি আমি জানি।
মালতী বলে ওগো মিতা–
আমি যে তোমারই জান কি তা;
শোনাও শপথের বাণী।
শুধু গান শুধু হাসি
এই নিয়ে সারা বেলা,
চলে আজ ফাগুনেরই খেলা।
মালতী বলে ওগো প্রিয়—
এ লগন হোক স্মরণীয়,
প্রাণের পরশ দাও আনি।
———–
‘বন্ধু’ কথাচিত্রের গান।
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
সুর : নচিকেতা ঘোষ।
Leave a Reply