জীবন নদীর জোয়ার ভাঁটায়
কত ঢেউ ওঠে পড়ে,
সে হিসাব কভু রাখে কি কালের খেয়া।
কত পথ সে তো পার হযে যায়–
পালে তার হাওয়া ভরে।
ওরে ও যাত্রী এই খেয়াতেই
পাড়ি দিতে হবে আজি,
কুল হতে কূলে নিয়ে যেতে তোরে—
নিয়তি সেজেছে মাঝি।
তার কঠিন মুঠি যে চিরদিনই তোর ভাগ্যেরই হাল ধরে।
সমুখে যে তোর হাতছানি দেয়
চির অজানার ডাক,
এই পথে যেতে পিছে পড়ে রবে
জীবনের কত বাঁক।
ওরে ও যাত্রী কে জানে কোথায়
কোন কুলে গিয়ে কবে,
ক্লান্তি না-জানা অকুলের এই–
পথ তোর শেষ হবে।
অতীতেরই শোকে কেন তবু চোখে
শ্রাবণেরই ধারা ঝরে।
————–
‘অগ্নিপরীক্ষা\’ কথাচিত্রের গান।।
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়।
সুর : অনুপম ঘটক।
Leave a Reply