ফুলের কানে ভ্রমর আনে
স্বপ্নভরা সম্ভাষণ
এই কি তবে বসন্তেরই নিমন্ত্রণ?
দখিন হাওয়া এল ঐ বন্ধু হয়ে তাই কি আজ,
কণ্ঠ আমার জড়িয়ে ধরে–
জানায় শুধু আলিঙ্গন।
ঐ যে বনফুলের বন দোলে–
তাই কি আমারই এ মন দোলে,
পথিক-পাখী যায় উড়ে যায় কোন সে দুরে যায় গো যায়,
মুগ্ধ প্রাণে যায় এঁকে–
পাখায় ছায়ার আলিম্পন।
আজ আমার কণ্ঠ ভরে সুর এলো–
আর কাছে আরো আপন হয়ে দূর এলো,
নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই গো পাই
প্রাণে আমার পরশ ছোঁয়ায়
কিছু পাওয়ার শুভক্ষণ।।
————–
‘অগ্নিপরীক্ষা’ কথাচিত্রের গান
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যয়।
সুর: অনুপম ঘটক।
Leave a Reply