যে কথা মনের কথা জানি না কেন
মুখে এসে থেমে গেলো বলা গেলো না
বলা হলো না
বরষার মেঘ হয়ে আসে ধীরে ধীরে
বিজলীর মতো চলে যায় বুক চিঁড়ে
উদাসী বাঁশীতে শুধু বেদনা
ভুলে যাওয়া পথ ধরে যারা যেতে চায়
ঘর থেকে তারা আরো দূরে চলে যায়
ফেরবার পথ আর পাওয়া যাবে না
————-
কণ্ঠ : কিশোর কুমার
চলচ্চিত্র : মানসী
Leave a Reply